জেলা

পাকিস্তানের ছবি ও ভিডিও-কে হুগলির গোষ্ঠী সংঘর্ষ বলে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এক শ্রেণির অসাধু মানুষ ক্রমাগত বাংলার মাটিতে গোষ্ঠী সংঘর্ষের সংঘটিত হয়েছে বলে দাবি করে যাচ্ছেন, যা সর্বৈব ভাবে ভুয়ো খবর।

করোনা ভাইরাসের শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজবের ঘনঘটা দেখা গেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হুগলির তেলেনি পাড়ার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বেশ কিছু উষ্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতে দেখা যায়। একাধিক পোস্টে অনেক আহত লোক এবং পোড়া ঘরবাড়ির ছবি ও ভিডিও উঠে আসে। অনেকেই এই সমস্ত ছবি গুলিকে হুগলিতে দাঙ্গার সময় দলিত হিন্দুদের উপর অত্যাচার এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ছবি হিসাবে দাবি করেন। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া এই সমস্ত ছবি গুলি আসলে পাকিস্তানের ভারতের নয়। ভয়েস অফ পাকিস্তান মাইনরিটি নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে ১১ মে এই ছবি গুলি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “আবারও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। পাঞ্জাবের রহিমিয়ার খানে গুলাব ও তার স্ত্রী পাড়ার গুন্ডাদের দ্বারা আক্রমণের শিকার হয়। তাঁর স্ত্রীকে নির্যাতনও করা হয়ে। সংখ্যালঘুদের উপর এই নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই”। এদিকে টুইটার পোস্টের এই ছবি গুলিকেই পরবর্তীকালে হুগলির দাঙ্গা বলে চালানো হয়। উল্টোদিকে বেশ কয়েকটি ওয়েবসাইট পাকিস্তানে সংঘটিত ঘটনাটির কথাও প্রকাশ করে। সূত্রের খবর, পাকিস্তানের মধ্যে এই গোষ্ঠী সংঘর্ষে প্রায় ২১ টি বাড়ি পুড়ে গেছে। যার অনেক গুলির মধ্যে শিশু ও মহিলারাও ছিলেন। কিন্তু এক শ্রেণির অসাধু মানুষ ক্রমাগত এই দাঙ্গা বাংলার মাটিতে সংঘটিত হয়েছে বলে দাবি করে যাচ্ছেন। যা সর্বৈব ভাবে ভুয়ো খবর।

https://twitter.com/voice_minority/status/1259817813486772225