দেশ

গাড়ি দুর্ঘটনায় মৃত পালঘর সাধু হত্যাকাণ্ডের আইনজীবী দিগ্বিজয় ত্রিবেদী

গতকাল একটি সড়ক দুর্ঘটনায় পালঘর সাধু হত্যাকাণ্ডের প্রতিনিধিত্বকারীদের এক আইনজীবী দিগ্বিজয় ত্রিবেদীর মৃত্যু হয়। অ্যাডভোকেট পিএন ওঝার নেতৃত্বে এই মামলায় ৩৫ বছর বয়সী আইনজীবীও ছিলেন। খবর অনুযায়ী, তিনি দহনু আদালতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তাঁর সহকর্মী প্রীতি ত্রিবেদীকে নিয়ে গাড়িতে যাচ্ছিলেন তখনই মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কেএই ঘটনাটি ঘটে।” প্রয়াত দিগ্বিজয় ত্রিবেদী ও তাঁর সহকর্মী প্রীতি ত্রিবেদী গাড়িতে আসছিলেন। গাড়ি নিয়ন্ত্রণ না করতে পেরে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। প্রীতি ত্রিবেদী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে টুইট করে জানায় পালঘর পুলিশ। পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করে।