দেশ

‘‌সন্ত্রাসবাদের সমর্থনকারী দেশকে দোষী সাব্যস্ত করা উচিত’, ব্রিকস্‌ সম্মেলনে মন্তব্য মোদির

ব্রিকস্‌ শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অংশ নিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ এখন বিশ্বের সব থেকে বড় সমস্যা। এবং যে সব দেশ এই সন্ত্রাসবাদকে সমর্থন এবং সন্ত্রাসবাদীদের সাহায্য করে, সেগুলিকে অবিলম্বে দোষী সাব্যস্ত করা উচিত। পাকিস্তানের নাম না করলেও তাঁর ইঙ্গিত যে প্রতিবেশী রাষ্ট্রের প্রতিই ছিল তা স্পষ্ট বলেই মনে করছে কূটনৈতিক মহল। সন্ত্রাসবাদকে সংগঠিতভাবে মেটানোর দরকার বলেও মন্তব্য করেন তিনি। দ্বাদশ ব্রিকস্‌ শীর্ষ সম্মেলনে ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল র‌্যামাফোসা। মোদি বলেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ, বিশ্ব বাণিজ্য সংগঠন এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের মতো আন্তর্জাতিক সংগঠনগুলির সংস্কার প্রয়োজন। ভারতের প্রতিষেধক এবং সেগুলির বণ্টনব্যবস্থা সবসময়ই মানবতার স্বার্থে হবে। তাঁর ‘‌আত্মনির্ভর ভারত’‌ কর্মসূচির উল্লেখ করে মোদি এদিন বলেন, তাঁর সরকার এই প্রকল্পের পথ ধরে এখন আত্মনির্ভরতার পথে হাঁটছে।