দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামা রক্ষার দাবিতে সরব হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নানাভাবে দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অকারণে মানুষকে হেনস্থা করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার। দেশ ক্রমশ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে। এই পরিস্থিতি থেকে গণতন্ত্র ও দেশবাসীকে বাঁচাতে পারে বিচারব্যবস্থা বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগে বারবার অভিযোগ তুলে বলেছেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধী দল এবং অবিজেপি শাসিত রাজ্য ও রাজ্যের নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এদিন বিশ্ববাংলা কনভেনশন হলে এনইউজেএস- এর সমাবর্তন অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি বিশেষ আবেদন জানান। তিনি বলেন, ‘দয়া করে গণতন্ত্র রক্ষা করুন’। তাঁর অভিযোগ, যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম মানা হচ্ছে না। এরপরেই তাঁর প্রার্থনা, ‘দয়া করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষা করুন’। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি এমন যে মানুষ দরজা বন্ধ করে কাঁদছে। সেই পরিস্থিতি যেন আর না সৃষ্টি হয়। কারণ, দেশবাসীর শেষ ভরসা আদালত। এদিন সভায় ভাষন দিতে গিয়ে মিডিয়া ট্রায়াল নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক মানুষের সম্মান অমূল্য। কিন্তু আদালতের বিচার শেষ হওয়ার আগেই কাউকে আসামি ঘোষণা করে দিচ্ছে সংবাদমাধ্যম। এটা চলতে পারে না। আদালতের এটা দেখা দরকার। কারণ, আদালতই হল সর্বোচ্চ বিচারালয়। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য উদয় উমেশ ললিত, বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ বহু বিশিষ্ট জন। ছিলেন রাজ্যের তিন মন্ত্রী। এদিন প্রধান বিচারপতি ললিতের ভূয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।