বিদেশ

বাগদাদের ফুটবল স্টেডিয়ামের কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০, আহত ২০

 ইরাকের রাজধানী বাগদাদের ফুটবল স্টেডিয়ামে কাছে ভয়াবহ দুর্ঘটনা। ফুটবল মাঠে খেলতে খেলতে প্রাণ চলে গেল ১০ জনের। আহত ২০। জানা গিয়েছে, ইরানের বাগদাদে একটি ফুটবল মাঠে খেলাধুলো করছিলেন কিছু নাবালক। তখনই ওই মাঠের পাশেই থাকা একটি গ্যারেজে জোড়াল বিস্ফোরণ হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গুরুতর আহত হন ২০ জন। মৃতদের মধ্যে প্রত্যেকেই নাবালক বলে জানা যাচ্ছে। ইরানের নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছে, গ্যাস ভর্তি ট্যাঙ্কার ফেটেই এই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বিস্ফোরণ ঘটল? তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য বিভাগের কর্তারা। প্রাথমকি সূত্রে জানা গিয়েছে, ওই গ্যাস ভর্তি ট্যাঙ্কারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক। তা থেকেই ঘটেছে ঘটনাটি। এর পিছনে কোনও জঙ্গি কার্যকলাপ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।