কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-কে ভর্ৎসনা আদালতের

নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই তীব্র তিরস্কার করল আলিপুর আদালত। বলা হয়েছে, আদালতের অপমান করা হচ্ছে। শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেন আদালত অবমাননার জন্য। জানা গিয়েছে, আদালতের নির্দেশ অমান্য করার জন্যই এই তিরস্কার। কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। উল্লেখ্য, ৯০ দিনের মধ্যে ৩০ পাতার চার্জশিট পেশ করা হয়। বিচারক দেখেন, আদালত যাদের নাম চার্জশিটে অভিযুক্ত হিসেবে রাখতে বলেছিল তাঁদের নাম আছে সাক্ষী হিসেবে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে আদালতের নির্দেশ ছিল, নিয়ম বহির্ভূত ভাবে যারা চাকরি পেয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টে ব্যবস্থা নেওয়ার। তবে তা হয়নি এখনও। আর এই কারণেই সিবিআইকে তীব্র তিরস্কার করেন বিচারক।