কলকাতা

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল আদালতের

রাজ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের গ্রীষ্মবকাশকালীন বেঞ্চ। পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যের আবেদনে সাড়া দিল না আদালত। আজ সোমবার, বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্তে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। পরবর্তী শুনানিতে ইডি ও সিবিআইকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ। আগামী ৬ জুন মামলার পরবর্তী শুনানি।