দেশ

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদি ভূমিকা নিয়ে তথ্যচিত্র তৈরি করায় জন্য ব্রিশিট সংবাদমাধ্যম বিবিসিকে সমন পাঠাল দিল্লি হাইকোর্ট

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে গুজরাতের একটি এনজিও। সেই কারণে বিবিসিকে সমন পাঠাল আদালত। ওই এনজিও’র দাবি গুজরাত দাঙ্গার উপর বানানো বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ ভারতের বিচারব্যবস্থার পাশাপাশি দেশের সম্মান নষ্ট করেছে। এরই সঙ্গে সম্মান নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সেই মামলার প্রেক্ষিতে বিবিসি কর্তৃপক্ষকে সমন পাঠিয়েছে আদালত। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি। ২০০২ সালের গুজরাত হিংসায় জড়িত ছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি! এমনই দাবি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওই তথ্যচিত্র।