কলকাতা

টিকার আকাল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ডের টিকাকরণ!

 শহরে ফের কবে দেওয়া হবে কোভিশিল্ড টিকা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । কোভিশিল্ড না থাকায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে কোভিশিল্ড টিকাকরণ । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১১ অগস্ট পর্যন্ত মিলবে না কোভিশিল্ডের টিকা । কেন্দ্রের তুঘলকি আচরণের জন্যই রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁর । তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়ার পরেও কোন হেলদোল দেখা যাচ্ছে না । ভ্যাকসিনের সঙ্কট প্রসঙ্গে সোমবার ফিরহাদ হাকিম বলেন, “বাংলার মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন । কেন্দ্র ভ্যাকসিন পাঠাচ্ছে না । বাংলার মানুষ আশায় আছে, কবে রাজ্যে ভ্যাকসিন আসবে । কেন্দ্রীয় সরকারের নীতির জন্য রাজ্য সরকার ভ্যাকসিন মানুষকে সাহায্য করতে পারছে না । গুজরাত, উত্তরপ্রদেশকে যথেচ্ছভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সোমবার কলকাতা পৌরনিগমের সদর দফতরে দুয়ারের সরকার নিয়ে একটি জরুরি বৈঠক করেন ফিরহাদ হাকিম। স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হবে দুয়ারে সরকারের কর্মসূচিতে ।