ফের ন্যক্কারজনক ষড়যন্ত্র চিনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে চিন। অবশ্য বিষয়টি ভারতের নজরে আসতেই চিনকে সহবত শেখাতে তৎপর হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। চিনের এমন আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দা করেছে কেন্দ্র সরকার। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম পরিবর্তন করলেই এই সত্যিটা পরিবর্তিত হয়ে যাবে না।সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের জন্য ক্রমাগত ব্যর্থ এবং অযৌক্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা এই ধরনের চেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা

থাকবে। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা বদলে যাবে না।” উল্লেখ্য বিষয় হল, চিন প্রায়ই অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। প্রায়শই উত্তর-পূর্ব রাজ্যটির বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে নিজেদের ভূ-খণ্ডে অন্তর্ভুক্ত করে মানচিত্রে প্রকাশ করে। কিন্তু ভারত প্রতিবারই স্পষ্টভাবে তা নাকচ করে দিয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও চিন একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করার চেষ্টা করেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করার চেষ্টা করে। অরুণাচল প্রদেশকে ঝাঙনান বলে দাবি করে চিন। ১২টি পাহাড়, ৪টি নদী, ১টি ঝিল ও একটি পাহাড়ি পথ, ১১টি এলাকার নাম বদল করে দেয়। তার আগে ২০১৭ সালেও অরুণাচল প্রদেশের ৬টি জায়গাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়েছিল। ২০২১ সালেও ১৫টি জায়গা এবং ২০২৩ সালে ১১টি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করে।
