জেলা

মালদা স্টেশন থেকে কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার

মালদা স্টেশন থেকে কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করল আরপিএফ। আরপিএফ সূত্রে খবর, গত 5 জানুয়ারি অর্থাৎ রবিবার স্টেশন দিয়ে পাচার হওয়ার সময় এই হেরোইন উদ্ধার করেন আরপিএফ কর্মীরা ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, আরপিএফ আধিকারিকদের একটি বিশেষ দল ডাউন 22504 বিবেক এক্সপ্রেসে বিশেষ অভিযান চালান । তল্লাশি অভিযান চলাকালীন ট্রেন থেকে 461 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য 2 কোটি 30 লক্ষ 50 হাজার টাকা । সঙ্গে সঙ্গে হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তা মালদা আরপিএফ-এর কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ৷