কলকাতা

ছট পুজোতেও কলকাতার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, শিকেয় করোনাবিধি

দুর্গা ও কালী পুজোয় প্রচুর অসেচতনতার ছবি দেখা গিয়েছিলো। ছট পুজোতেই তার অন্যথা হল না। গঙ্গার ঘাটে ঘাটে সেই অসতর্কতার চেনা ছবি। করোনা বিধি উপেক্ষা করেই চলল ব্রত উদযাপন।  এদিন বিকেলের পর থেকেই কলকাতা শহরের বিভিন্ন ঘাটে ঘাটে ভিড় উপচে পড়ে। রীতি উদযাপনে মাতেন হিন্দিভাষীরা