বিদেশ

ঘূর্ণিঝড় বিপর্যয়: ৬২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরালো পাকিস্তান

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিন্ধ প্রদেশ থেকে ৬২০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিল পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার সময় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি পাকিস্তানের সিন্ধু প্রদেশের থাট্টা জেলার কেটি বন্দরা এবং গুজরাতের কচ্ছ জেলায় আছড়ে পড়তে পারে। সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন সংবাদমাধ্যমকে বলেন, সিন্ধ এর উপকূলবর্তী অঞ্চলগুলির কাছাকাছি জায়গাগুলি থেকে প্রায় ৬২ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘এখন পর্যন্ত বহু মানুষকে থাট্টা, কেটি বন্দর, সুজাওয়াল, বাদিন, উমরকোট, থারপারকার, শহীদ বেনজিরাবাদ, তান্ডো মুহাম্মদ খান, তান্ডো আল্লাহয়ার এবং সাংঘর থেকে স্থানান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, যাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন সরকারি স্কুল, কলেজ এবং অফিসে স্থানান্তরিত করা হয়েছে। ত্রাণশিবিরে জড়ো হওয়া মানুষদের জন্য খাবার, জল ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেমন। অনেক পরিবার সরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাদেরকে জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।