দেশ

এক নাবালিকা সহ ৭ মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগে ১৫০০ পাতার চার্জশিট, ব্রিজভূষণকে পকসো ধারায় ক্লিনচিট দিল অমিত শাহের দিল্লি পুলিশ

এক নাবালিকা সহ ৭ মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থার অভিযোগের ঘটনায়, বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিশ। বিজেপি সাংসাদের বিরুদ্ধে মোট ১৫০০ পাতার চার্জশিট আদালতে জমা  দিল পুলিশ। একইসঙ্গে নির্দিষ্ট কোনও প্রমাণ না পাওয়া যাওয়া ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে পকসো আইনে যে মামলা হয়েছে তা খারিজ করার আবেদনও আদালতে জানিয়েছে দিল্লি পুলিশ। আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করা হবে। কথা মতই বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা করে দিল্লি পুলিশ। চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি, ৩৪৫এ ধারায় অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে প্রায় ১৮০ জনকে জেরা করে পুলিশ। চার্জশিটে যে যে ধারা দেওয়া হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪ হল জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা, ৩৫৪-এ মহিলাদেরে অশালীন মন্তব্য ও ৩৫৪ডি মহিলাদের উত্যক্ত করা। এর মধ্যে ৩৫৪ বাদে বাকি দুটি ধারাই জামিন যোগ্য। আর প্রমাণের অভাবে পকসো আইনে রুজু করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে এদিন মোট ১৫০০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সঠিক তদন্তের আশ্বাস পেয়ে আন্দোলন সাময়ীকভাবে তুলে নিয়েছিল আন্দোলনকারী কুস্তিগিররা। পুলিশের চার্জশিট দেখে আন্দোলনকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছিল। এদিন দিল্লি পুলিসের চার্জশিট পেশের পর কোন পথে হাঁটেন কুস্তিগির-রা সেটাই দেখার।