কলকাতা

রবিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’!

আগামী রবিবারই অতি শক্তশালী ঘূর্ণিঝড় ‘রিমল’-র ল্যান্ডফলের বা আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে ঝড়ের অভিমুখ হতে পারে। ভারতের মৌসম ভবন নিশ্চিত করে না জানালেও বিশ্বের মডেলগুলি সেই ইঙ্গিত দিচ্ছে অভিমুখ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপকূলে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমল-এর প্রভাবে সপ্তাহান্তে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে আবহাওয়া বদলাবে। শনিবার থেকে সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে।  রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে। উপকূলে দুর্যোগের আশঙ্কা। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।