জেলা

ভাইয়ের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল তরুণীর

বুদ্ধ পূর্ণিমার দিন ভাইয়ের সঙ্গে মন্দির লাগোয়া পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক তরুণীর। আজ, বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়াপ শ্যামপুর থানার নস্করপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা সাউ(১৮)। বাড়ি শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদ্ধ পূর্ণিমায় নস্করপুরে বিশালাক্ষ্মী মায়ের পুজো উপলক্ষ্যে আজ, বৃহস্পতিবার ভোর থেকেই বহু পুণ্যার্থী সেখানে জড়ো হয়েছিল। মন্দির লাগোয়া পুকুরে স্নান করে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য অনেকেই তাতে নেমেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীও তাঁর ভাইয়ের সঙ্গে স্নান করতে নামে। আর তারপরেই সে জলে তলিয়ে যায়। ভাইয়ের চিৎকারে জড়ো হয় স্থানীয়রা। পুকুরে নেমে তরুণীকে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  এই মর্মান্তিক ঘটনার জন্য আপাতত পুজো ছাড়া বাকি অনুষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’