রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের তরফে এই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। তবে এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি। এর আগে রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় ২০১৯ এর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এর রায়ই বহাল রাখে কলকাতা হাইকোর্ট। গত ২০ মে এই রায় দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। এবার ২০ মে’র সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। ওই রায়ে বলা হয়েছিল, আগামী তিন মাসের মধ্যে যাবতীয় হিসেবনিকেশ করে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। গত ২৬ জুলাই, ২০১৯ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটও ওই একই রায় দিয়েছিল। স্যাটের সেই রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ।