দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে স্লিপার কোচ বাস একটি ট্রাকের ধাক্কা মারে৷ এই ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, বাসটিতে থাকা ৩৬ জনই ছিলেন ভক্ত৷ তারা প্রত্যেকেই মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহাকাল মন্দির দর্শন করে ফিরছিলেন। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনার জেরে আপাতত আর বাড়ি ফেলা হল না তাদের৷