সাইপ্রাসের পাফস থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছল দুই সাইবেরিয়ান টাইগার। শীতের কলকাতা থেকে এবার তাদের গন্তব্য দার্জিলিং চিড়িয়াখানা। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যাম্বুল্য়ান্সে তাদের নিয়ে যাওয়া হবে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। আকাশপথে কলকাতায় এসে পৌঁছয় লারা এবং আকামাস নামে দুই সাইবেরিয়ান টাইগার। দু’জনেরই বয়স এক বছরের বেশি। এই দুই বাঘের বদলে সাইপ্রাসের চিড়িয়াখানায় ঠাঁই পেতে চলেছে দুটি রেড পান্ডা। কলকাতা বিমানবন্দর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্সে করে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে এই বাঘ দু’টিকে। তারপর সেখান থেকে আবার দু’টি ছোট এসি অ্যাম্বুল্যান্সে পদ্মজা নাইডু চিড়িয়াখানায় পৌঁছবে তারা।