জেলা

প্রবল বর্ষণে দার্জিলিঙে ধস, ভেসে গেল সেতু

প্রবল বর্ষণে এবং নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হওয়ায় সেতু ভেসে দার্জিলিং জেলার শেষ সীমান্তের গ্রাম গোর্খে এবং সামান্দেন দেশের অন্যান্য স্থানের সাথে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।জানা গেছে,দার্জিলিং জেলার গোর্খে ও সামান্দেনের পার্শ্ববর্তী এলাকাগুলো গতকাল বিকেল থেকে অবিরাম বৃষ্টির কারণে দেশের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সারারাত প্রবল বৃষ্টিপাতের কারণে গোর্খে ও সামান্দেনকে সংযোগকারী গোর্খে নদীর ওপর নির্মিত সেতুটি ভেসে যাওয়ার পর দুটি গ্রাম একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।যেভাবে রামাম নদীতে সেতু নির্মাণ করা হয়েছিল ঠিক সেভাবেই এই সেতুটি নির্মাণ করা হয়।এই অঞ্চলকে সিকিমের সাথে যুক্ত করা জন্যই এই সেতুটি নির্মিত হয় কিছুদিন আগেই। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।