কলকাতা

বেহালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত মা ও মেয়ে

বেহালা পর্ণশ্রী থানার দ্বিজেন মুখার্জি রোডে একটি দোতলা বাড়িতে শনিবার সাড়ে বারোটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। এলাকার লোকেরা একটি ব্লাস্ট এর শব্দ পেয়ে ছুটে আসে। দেখে দাউদাউ করে জ্বলছে ঘরের ভিতর। তখন ঘরে বেশকয়েক জন আটকে ছিল। তাদেরকে উদ্ধার করা হয়েছে। উপস্থিত দমকলের ২ ইঞ্জিন। তবে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, বছর আটষট্টির সোমা মিত্র এবং তার বছর চুয়াল্লিশের মেয়ে  কাকুলি মিত্রের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে  মৃত্যু হয়েছে।