তাজপুর সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন হাওড়ার তিনজন পর্যটক। তাঁদের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে। নাম গুলাম মহম্মদ (২৫)। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে উজির মহম্মদ (৩০)-কে। এখনও নিখোঁজ মহম্মদ জুনেইদ (৩০)। তাঁরা দীঘা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তাজপুরে যান।