কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে আট ভারতীয়। তাঁদের সাজা মকুব ও দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। ওই আট ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওই আট পরিবারের সঙ্গে দেখা করার পর বিদেশমন্ত্রী বললেন, “ওঁদের মুক্তির জন্য় সবরকমের চেষ্টা করা হচ্ছে।” সোমবার সকালে বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয়ের পরিবারের সঙ্গে আজ সকালে দেখা করলাম। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ওই পরিবারের উদ্বেগ ও বেদনা বুঝতে পারছি। ওনাদের মুক্তির জন্য সরকার সবরকমের চেষ্টা করছে। এই বিষয়ে ওনাদের পরিবারকেও অবগত করা হবে।”