বিক্ষোভকারীদের দাবি করছি পূর্বঘোষণা অনুযায়ী ডঃ বিধানচন্দ্র রায়ের নামেই মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টারের নামকরণ করা হোক
প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ নাম বদলের বিতর্কে বিক্ষোভের জেরে আইআইটি-র ৬৬ তম সমাবর্তন অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি উদ্বোধন হল না মেডিক্যাল ইনস্টিটিউটের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার কথা। তার আগে মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভে উত্তাল হল খড়্গপুর আইআইটি। ইউপিএ আমলে প্রস্তাবিত নাম ডক্টর বিধানচন্দ্র রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে দেওয়ায় বিতর্ক দানা বাঁধে। বিক্ষোভকারীদের দাবি করছি পূর্বঘোষণা অনুযায়ী ডঃ বিধানচন্দ্র রায়ের নামেই মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ সেন্টারের নামকরণ করা হোক। মঙ্গলবার সকালেই আইআইটির মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাম ছাত্র সংগঠন এআইডিএসও-র সদস্যরা। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় ছাত্র সংগঠনের সদস্যদের। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে যোগ দেওয়ার সময় আবারও “আমরা বামপন্থী ” এই ব্যানারে আইআইটি খড়গপুরের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামেরা। তাদের দাবি, মূলত জোর করে শিক্ষার গৈরিকীকরণ করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ইউপিএ আমলে ডাঃ বিধানচন্দ্র রায়ের নামে নামাঙ্কিত মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হয়েছে। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই নাম বদলের বিষয়টি নিয়ে প্রতিবাদে নামে বামেরা। পরে মূল ফটকের সামনে থেকে পুলিশ সরিয়ে দিলে তারা একটু দুরে পথ সভা সংগঠিত করে। অপরদিকে একই দাবিতে মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সামনে বিক্ষোভ প্রদর্শন করে মিছিল সংগঠিত করলো তৃণমূল। তাদের অভিযোগ, সব শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে আইআইটিতে স্থানীয়দের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগে অগ্রাধিকার সহ বেশ কয়েকটি দাবিও রাখেন তাঁরা। বিক্ষোভের আঁচ পেয়ে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল আইআইটি চত্বরে। শেষ পর্যন্ত দিনভর বিক্ষোভ আর বিতর্কের জেরে আইআইটির সমাবর্তন অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর হাতে ভার্চুয়ালি উদ্বোধন হল না এই মেডিক্যাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।