কলকাতা

গ্রামবাংলার উন্নয়নে রাজ্যকে ৩২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

১০০ দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে অর্থ না দেওয়ার জন্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সংঘাতের আবহে রাজ্যকে প্রায় ৩২০০ কোটি টাকা বিশ্ব ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার জন্য কেন্দ্র প্রাথমিক সম্মতি দিল রাজ্যকে। রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে খবর, আইএসজিপি বা “ইনস্টিটিউশনাল স্ট্রেনিদেনিং অফ গ্রাম পঞ্চায়েত” এই প্রজেক্ট চালুর জন্য কেন্দ্রের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে। কেন্দ্রের কাছে থেকে সম্মতি আসার পর ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দফতর কেন্দ্রকে একটি লিখিত প্রস্তাব পাঠাচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর।