দেশ

অগ্নিপথ ইস্যুতে অগ্নিগর্ভ দেশ, নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনায় বসছে কেন্দ্র

অগ্নিপথ-কে কেন্দ্র করে অগ্নিগর্ভ দেশ। নানা প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিহারে শনিবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে রাজ্যের ছাত্রসংগঠন। বনধ সমর্থন করছে রাষ্ট্রীয় জনতা দল। এই পরিস্থিতিতে আজ কেন্দ্র এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্যালোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে বৈঠক। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাহিনীর তিন প্রধানকে পর্যালোচনা বৈঠকে থাকার কথা বলা হয়েছিল। স্থলসেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এই পর্যালোচনা সভায় উপস্থিত থাকবেন না, কারণ তিনি আগামীকাল বায়ুসেনার পাসিং আউট প্যারেডে অংশ নিতে হায়দ্রাবাদের দুন্ডিগালে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রীর এই পর্যালোচনা বৈঠকে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং ডিএমএর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশে যে হট্টগোল চলছে, সেই বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও বৈঠকে থাকার কথা। অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে প্রথম তেতে ওঠে বিহার। পরবর্তীতে অন্যান্য রাজ্যও ছড়িয়ে পড়তে শুরু করে। বিহারের পাশাপাশি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা-সহ দেশের ১২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে অগ্নিপথের আঁচ। দাউদাউ করে জ্বলছে ট্রেন। রাস্তায় ইট-পাথরের ছড়াছড়ি। বিপর্যস্ত জনজীবন। ক্ষোভের আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। ওয়াজিরাবাদে পথ অবরোধকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়। কয়েকটি বাসে ভাঙচুর হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত শান্ত। তবে পাশ্ববর্তী রাজ্য হরিয়ানা ও উত্তরপ্রদেশে বিক্ষোভের আঁচে যে কোনও সময় আগুন জ্বলে উঠতে পারে রাজধানীতে। প্রশাসন সতর্ক।