লাদাখের সীমান্তবর্তী এলাকাগুলি পরিদর্শনে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বয়ং। সেনাপ্রধান এমএম নারভানে তাঁর সঙ্গে আছেন এই সফরে। প্রসঙ্গত, এর আগে কথা ছিল যে লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে ৩ জুলাই লাদাখ পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান মুকুন্দ নারভানে। তবে সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন প্রতিরক্ষামন্ত্রী। তবে সীমান্ত সমস্যার মধ্যে সবাইকে চমকে দিয়ে সেখানে পৌঁছান স্বয়ক প্রধানমন্ত্রী।


