দেশ

কুয়াশাচ্ছন্ন দিল্লির আকাশ, পথ ঘুরিয়ে জয়পুরে অবতারণ একাধিক বিমানের

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানীর আকাশ। যার যেরে আকাশের দৃশ্যমানতা কম থাকায় কমপক্ষে ৩০টি বিমানের উড়ান এবং অবতারণের সময়সূচী বদলানো হয়েছে। এবার জানা যাচ্ছে, দিল্লি বিমানবন্দরের কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সকাল ৮:৩০-১০টা পর্যন্ত ৫টি বিমানের পথ ঘুরিয়ে জয়পুরে অবতারণ করানো হয়েছে।