দেশ

ঘন কুয়াশার জেরে দিল্লিগামী একাধিক দূরপাল্লার ট্রেন চলছে দেরিতে

কুয়াশার জেরে দেরিতে চলছে দিল্লিগামী একাধিক দূরপাল্লার ট্রেন। ভোগান্তি যাত্রীদের। যে ট্রেন গুলি দেরিতে চলছে সেগুলি হল- পুরী-নিজামউদ্দিন পুরুষোত্তম এক্সপ্রেস, সাহর্ষ-নয়াদিল্লি বৈশালী এক্সপ্রেস, রেওয়া-আনন্দবিহার এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়ত এক্সপ্রেস, কানপুর-নয়াদিল্লি শ্রমশক্তি এক্সপ্রেস, প্রয়াগরাজ-নয়াদিল্লি এক্সপ্রেস, জম্মুতাওয়াই-আজমেঢ় এক্সপ্রেস, চেন্নাই-নয়াদিল্লি, আম্বেডকরনগর-কাটরা এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস, মানিকপীর-নিজামউদ্দিন এক্সপ্রেস, কামাক্ষ্যা-দিল্লি এক্সপ্রেস, অমৃতসর-মুম্বই মেইল, হায়দরাবাদ-নয়াদিল্লি এক্সপ্রেস, ফিরোজপুর-মুম্বই এক্সপ্রেস, চেন্নাই-নয়াদিল্লি এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস, হাওড়া-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, জম্মুতাওয়াই-দিল্লি সারাই রোহিল্লা দুরন্ত, বেঙ্গালুরু-নিজামউদ্দিন, জম্মুতাওয়াই-নয়াদিল্লি রাজধানী, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী, ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী, শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী, রাজেন্দ্রনগর-নিউদিল্লি এক্সপ্রেস, রানিকমলাপতি-নিজামউদ্দিন বন্দে ভারত, হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস।