ক্রাইম দেশ

Delhi Boy Sexually Abused By 13 : দিল্লিতে ১৪ বছরের নাবালককে ১৩ জনে মিলে যৌন হেনস্থা! ২৪ বার কুপিয়ে ফেলে দেওয়া হলো খালে

ফের ভয়াবহ, নৃশংস ঘটনা রাজধানীতে। ১৪ বছরের এক নাবালককে নৃশংস যৌন হেনস্থার অভিযোগ। এখানেই শেষ নয়, নৃশংস অত্যাচার চালানোর পর তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গত পয়লা জুলাই দিল্লির খাল থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার হলে ঘটনার কথা সামনে আসে। সেই কেসের তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে। একই সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত ১৩ জন অভিযুক্তকেও চিহ্নিত করেছে পুলিশ। যাদের মধ্যে অনেকেই নাবালক।  সূত্রে খবর, মৃত নাবালকের উপর মলদ্বারে নারকীয় যৌন অত্যাচারের ক্ষত মিলেছিল। এ ছাড়া গোপনাঙ্গ মিলিয়ে গোটা শরীরে ছিল ২৪টি ক্ষত। দুই গ্যাংয়ের রেষারেষির জেরেই এই ঘটনা। শত্রু গ্যাংকে তথ্য পাচারের অভিযোগে ১৩ জন মিলে অত্যাচার চালায় ওই নাবালকের উপর বলে তদন্তে প্রকাশ। এর পরই POCSO আইনের ৬ নং ধারায় মামলা রুজু করে পুলিশ। ঘটনায় প্রধান অভিযুক্ত কৃষ্ণ ওরফে ভোলা (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তিন অভিযুক্তকে উত্তরপ্রদেশের মিরাটের একটি কানওয়ার শিবির থেকে গ্রেপ্তার করা হয়েছে গত ১৮ জুলাই বলে পুলিশ সূত্রে খবর। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিন অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ। জেরায় মূল অভিযুক্ত জানিয়েছে, মৃত নাবালক বিরুদ্ধ গ্যাং বাধওয়ার ভাই – মনু এবং সোনুকে তথ্য পাচার করেছে বলে সন্দেহ ছিল, তাই নাবালককে ৩০ জুন রাতে তুলে নিয়ে আসে তারা। মুনাক খালের কাছে একটি স্থানে নিয়ে গিয়ে তাঁকে বিবস্ত্র করে যৌন নির্যাতন চালানো হয় এবং এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপানো হয়। পরে তাঁর দেহটি খালে ফেলে দেয় কৃষ্ণ ও তার দলবল।