দেশ

বিজেপি নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ‘হাউস অ্যারেস্ট’ করা হয়েছে, গুরুতর অভিযোগ আপের

আম আদমি পার্টির প্রমুখ তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি নির্দেশে দিল্লি পুলিশ গৃহবন্দী করেছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন দলের মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে প্রতিবাদ সাব্যস্ত করা কৃষকদের সঙ্গে সোমবার সাক্ষাত্‍ করার পর কেজরিওয়ালকে গৃহবন্দী করা হয়েছে বলে উত্থাপন হয় অভিযোগ। এছাড়া আজ একটি টুইটে আম আদমি পার্টি বলেছে, “গতকাল সিংঘু সীমান্তে কৃষকদের সাথে দেখা করার পর থেকে ‘বিজেপির দিল্লি পুলিশ’ মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে। কাউকে তার বাসভবনে যেতে বা ঢুকতে দেওয়া হয়নি। আম আদমি পার্টির অভিযোগ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে দিল্লি পুলিশ বাড়িতে নজরবন্দী করে রেখেছে। আপের অভিযোগ করে বলে, এগুলো সব স্বরাষ্ট্র

মন্ত্রালয়ের ইশারায় কাজ হচ্ছে। আপের মতে, বিজেপির নির্দেশে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে বাড়িতে নজরবন্দী করে রেখেছে এভাবে।আমের অভিযোগ, সিঙ্ঘু বর্ডার থেকে বাড়ি ফেরার পর পরই নজরবন্দীর মতো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে দিল্লি পুলিশ আম আদমি পার্টির এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। সৌরভ ভরদ্বাজ সংবাদসম্মেলনের মাধ্যমে অভিযোগ উত্থাপন করে বলেন, ‘গৃহ মন্ত্রণালয়ের অভিযোগ অনুযায়ী, কৃষকদের সঙ্গে সাক্ষাত্‍ করার পর থেকেই দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে রেখেছে। কোন ব্যক্তিকে তাঁর বাড়িতে আসা-যাওয়া করতে দেয়া হচ্ছে না”।