ক্রাইম খেলা

হানি ট্র্যাপের ফাঁদে দিল্লির ক্রিকেটার, লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ৩

 ক্রিকেট খেলতে এসে হানিট্র্যাপের শিকার দিল্লির ক্রিকেটার। এমনকী ক্রিকেটারের ঘনিষ্ট মুহূর্তের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। ঘটনাটি ঘটেছে বাগুইআটি এলাকায়। দিল্লি থেকে কলকাতায় খেলতে এসেছিলেন বৈভব কান্ডপাল নামে এক ক্রিকেটার। অভিযোগ চার ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। এই হুমকি দিয়েই  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। সূত্রে খবর, চলতি মাসের ২ তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার বৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে। সে দিল্লির হয়ে ক্রিকেট খেলতে গত মাসের ২৯ তারিখ রাজ্যে আসেন। এখানে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন বৈভব। এরপর চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে তাকে চার জন যুবক একটি জায়গায় নিয়ে যায় এবং তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এমনকী তার কাছ থেকে অনলাইনে ষাট হাজার টাকা-সহ তার সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরও খবর, একটি ডেটিং সাইটের মাধ্যমে ওই ক্রিকেটারকে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখানো হয়। তারমধ্যে একজন যুবতীর সঙ্গে সময় কাটানোর নাম করে বাগুইআটি ৪৪ নং বাসস্ট্যান্ডে আসতে বলা হয় তাঁকে। এরপরে ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটি জগতপুরে নিয়ে আসা হয়। এরপরে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেওয়ার নাম করে তার থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ধৃতরা। এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। শুধু ক্রিকেটার নয় এরা অনেক এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, ঋষব চন্দ্র, শিবা সিংহ। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করবে বাগুইআটি থানার পুলিস ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা।