দেশ

দিল্লিতে সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী

সাতসকালে দিল্লির প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুই আততায়ী৷ দিল্লি শহদরা এলাকায় এই শ্যুটআউটের ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সুনীল জৈন৷ ৫২ বছর বয়সি ওই ব্যবসায়ী এ দিন সকালে যখন প্রাতঃভ্রমণ সেরে ফিরছিলেন, তখনই ফরশ বাজার থানা এলাকার বিশ্বাসনগরে মোটরসাইকেল করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত্যু নিশ্চিত করতে পর পর আটটি গুলি করা হয় ব্যবসায়ীকে৷ এর পর ঘটনাস্থল ছেড়ে পালায় আততায়ীরা৷