নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার পরামর্শ দিল ভারত ৷ সেই সঙ্গে, আপাতত সিরিয়া যাওয়ার কোনও পরিকল্পনা থাকলেও, তাও বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে ৷ বিদেশমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে লেখা, “সিরিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয়দের সমস্ত ভ্রমণের পরিকল্পনা বাতিলের পরামর্শ দেওয়া হচ্ছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে ৷” এই মুহূর্তে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের দামাস্কাসে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রকাশিত নির্দেশিকায় । জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য ইমেল আইডি এবং ফোন নম্বরও দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে । হেল্পলাইন নম্বরটি হল +963 993385973 ৷ এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজও করা যাবে । যোগাযোগের ইমেল আইডি হল [email protected] ৷