দেশ

নোটবন্দিতে দুর্ভোগ দেশবাসীর, মোদি সরকারের সিদ্ধান্ত খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ছয় বছর পার। মোদি সরকারের নোটবন্দির সিদ্ধান্ত  খতিয়ে দেখা হবে। জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস এ নাজিরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘যখন সংবিধানিক বেঞ্চে কোনও বিষয়ে প্রশ্ন তোলা হয়, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়াটা আদালতের কর্তব্য। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে লক্ষণরেখা সম্পর্কে আদালত অবহিত’। ৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। দেশজুড়ে রাতারাতি বাতিল ৫০০ ও হাজার টাকার নোট! ২০১৬ সালে নোটবন্দির সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্রের সিদ্ধান্তে চরম ভোগান্তির শিকার হয়েছিল সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ব্যাঙ্ক ও এটিএমের সামনে। এমনকী, মৃত্যুর ঘটনা ঘটেছিল। নোট বাতিলের সিদ্ধান্ত কি আদৌ বৈধ? ৫৮টি জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। সবকটি মামলাই সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দেয় শীর্ষ আদালতে তৎকালীন প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।