কলকাতা

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কুদঘাটে প্রযোজনা সংস্থার গুদাম

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কুদঘাটে প্রযোজনা সংস্থার গুদাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই গুদামটি এসকে মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থার। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। দক্ষিণ কলকাতার ২৭ বাবুরাম রোডে ওই স্টুডিও রয়েছে। তবে আগুন লাগার সময়ে ওই গোডাউনে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে। ভিতর কারোর আটকে পড়ার সম্ভাবনা নেই বলেই অনুমান দমকলের। আগুন লাগার খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং এস কে ধানুকার প্রতিনিধি অশোক ধানুকা। এলাকাটি ঘিঞ্জি হওয়ার আগুন দ্রুত ছড়াবার আশঙ্কা ছিল । আগুন নতুন করে ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই বলে জানান তিনি। দমকল কর্মীরা কীভাবে আগুন নেভানোর কাজ করছেন সেটাও খতিয়ে দেখছেন তিনি। দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন । দমকল কর্মীদের অনুমান ওই এসকে মুভিজের গুদামে একাধিক দাহ্যপদার্থ মজুদ থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর পাঁচটা নাগাদ গুদামে আগুন লেগেছে। তারা আগেই আগুন নেভানোর কাজ শুরু করেন । গোডাউনের ভিতর দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। আগুনের ফলে গুদামের উপর দিকের লোহার একটি শেড সেটি দুমড়ে মুছরে ভেঙে নিচে পড়ে যায়। তার জন্য দমকল কর্মীরা ভিতরে ঢুকতে পারছিলেন না। পরে গ্যাস কাটা দিয়ে সেই সেটটিকে অল্প করে কেটে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, প্রযোজনা সংস্থার ওই গোডাউনে বহু মূল্যবান সরঞ্জাম, ক্যামেরা ও ইলেক্ট্রনিক জিনিসপত্র রয়েছে। সেক্ষেত্রে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।