জেলা

অয়ন মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে হরিদেবপুর থানায় বিক্ষোভ, বান্ধবী সহ আটক ৩

অয়ন মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে শুক্রবার বিকেলে হরিদেবপুর থানা ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে চলে রাস্তা অবরোধ। থানার মধ্যেই পুলিশের সঙ্গে জনতার ধাক্কাধাক্কিও হয়। অয়নের পরিবার এবং বন্ধুদের অভিযোগ, ২৪ ঘণ্টা ধরে পুলিশ শুধু হাত গুটিয়ে বসে থেকেছে। গতকাল থানায় তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তার ঘণ্টা পর একটি জিডি নেয় থানার পুলিশ। কোনও এফআইআর নিতে চায়নি। এদিকে পুলিশ অয়নের বান্ধবী এবং তাঁর ভাই ও বাবাকে আটক করেছে। দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন হরিদেবপুরের বাসিন্দা অয়ন। বৃহস্পতিবার পরিবারের তরফ থেকে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ, পরিবারের সদস্য এবং অয়নের বন্ধুদের দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়। তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। মূল অভিযোগ থানার এসআই পিয়ালি বড়ুয়ার বিরুদ্ধে। ওই অফিসার নাকি অয়নের বন্ধুদের বলেন, দেখুন, আপনাদের ছেলে কোথাও মদ খেয়ে পড়ে আছে। নিজেরা গিয়ে খুঁজে আসুন। পুলিশ আরও জানায়. মোবাইলে অয়নের শেষ লোকেশন ছিল দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জ। সেখানে গিয়ে পুলিশ পরিবারের লোকজনকে খোঁজাখুজি করতে বলে। অয়নের মা জানান, গতকালও ছেলের বান্ধবী তাঁদের বাড়িতে এসেছিল। তার আগে থেকেই অয়ন বাড়িতে ছিল না। বেলা বাড়তে তাঁর সন্দেহ হয়। তিনি মেয়েটির কাছে জানতে চান, অয়ন কোথায়। সে কোনও সদু্ত্তর দিতে পারেনি। তাঁর আরও অভিযোগ, অয়নকে মাঝে মাঝেই ওরা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করত। অয়নের বন্ধুরা জানান, থানার পুলিশ তাঁদের বলেছিল, তাঁরা যেন বান্ধবীর বাড়িতে গিয়ে কিছু না করেন। এর থেকেই বোঝা যায়, পুলিশের সঙ্গে ওদের যোগসাজশ রয়েছে। তাঁদের দাবি, অয়নের মৃত্যুর জন্য বান্ধবীর পরিবার দায়ী