রাজধানী দিল্লিতে শীতের মাত্রা বেড়েছে। দিল্লি আজ ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। আজ তাই দিল্লিতে দৃশ্যমান পরিমাণও কম। এই আবহে আজ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যহত হয়েছে বিমান পরিষেবা। সূত্র মারফত জানা গিয়েছে যে, স্বল্প দৃশ্যমানতার মধ্যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে যে, আজ অন্তত ২০০টি ফ্লাইট দেরিতে চলছে এবং একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।