মহারাষ্ট্রের অমরাবতি জেলায় লাইনচ্যূত হল মালগাড়ির ২০টি বগি। গতকাল, রাতে নাগপুর শাখার মালখেড় ও তিমাতলা স্টেশনের মাঝে বেলাইন হয় মালগাড়িটি। ট্রেনটি বেলাইন হওয়ার ফলে ওই শাখায় অন্যান্য ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। চন্দুর বাজার-নাগপুর, পুনে-হাতিয়া, ছত্রপতি শিবাজী টার্মিনাস-হাওড়া ও ছত্রপতি শিবাজী টার্মিনাস-নাগপুরের ট্রেনগুলিকে ঘুরপথে চালনা করে নিয়ে আসা হচ্ছে। যার ফলে বহু ট্রেনের গন্তব্যে পৌঁছতে বিলম্ব হতে পারে।