ধ্বংসাত্মক ও নাশকতামূলক শক্তি কিছু সময়ের জন্য কর্তৃত্ব করতে পারে, তবে তাদের অস্তিত্ব স্থায়ী হয় না ৷ কাবুলে তালিবানি দখলদারি নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বেগে, তখনই এ কথা বলে পরোক্ষে সন্ত্রাসবাদীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতের সোমনাথ মন্দিরের বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে তিনি এ কথা বলেছেন ৷ শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্প উদঘাটন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে আফগানিস্তানে তালিবানরাজ কায়েম হওয়া নিয়ে প্রথমবার মুখ খোলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, “সোমনাথ মন্দিরে বারবার হামলা হয়েছে। মূর্তি ভাঙা হয়েছে। অস্তিত্ব মুখে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বারবারই সোমনাথ মন্দির নিজের স্বমহিমায় ফিরে এসেছে। সেটাই আমাদের উদ্বুদ্ধ করে।”