বিনোদন

খাদান সিনেমা মুক্তির আগেই তারাপীঠে পুজো দিল দেব

সিনেমা মুক্তির আগে মন্দিরে গিয়ে পুজো দিতে এর আগেও দেখা গিয়েছে অভিনেতা দেবকে। এবারে তাঁকে দেখা গেল তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। এদিন হলুদ পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরে দর্শনে এসেছিলেন তিনি। মন্দিরের গর্ভগৃহে আরতি করলেন তারকা-সাংসদ। দেবকে এ ঝলক দেখার জন্য তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল দেখার মতো। এদিন দেবের সঙ্গে দেখা গেল খাদানে তাঁর সহ-অভিনেত্রী ইধিকা পালকেও। হাতে পুজোর ডালা, চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট। বহুদিন পর এক্কেবারে কমার্শিয়াল ঘরনার ছবিতে কাজ করেছেন দেব। আর সবচেয়ে বড় কথা, হোম প্রোডকশনে তৈরি এই সিনেমাতেও টাকাও ঢেলেছেন প্রচুর। আপাতত তাই শুধুই মুক্তির অপেক্ষা। খাদান সিনেমা হলে আসছে ২০ ডিসেম্বর। খনি অঞ্চলের গল্পই ফুটে উঠবে খাদান-এ। দ্বৈত চরিত্রে দেখা যাবে দেবকে। এছাড়াও রয়েছেন যিশু। গ্রে শেডের চরিত্রে তিনি। নায়িকা হিসেবে ইধিকা পাল ও বরখা বিস্ত।