বাজারের মধ্যে দিয়ে বাইকে চেপে যাচ্ছে উট। সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে দেখা যায়। এমন দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা। দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে বসে আছেন—একজন চালাচ্ছেন এবং অন্যজন পেছনে বসে আছেন। তবে আসল চমক হল, উটটি তাদের মাঝে আরামদায়কভাবে বসে আছে। স্বাভাবিকভাবে এত বড় একটি প্রাণী বাইকে বসা অসম্ভব মনে হলেও, এটিকে বিশেষভাবে বাধা হয়েছে যাতে দাঁড়িয়ে না যায়। অদ্ভুত এই দৃশ্য দেখে পথচারীরাও রীতিমত হতবাক হয়ে পড়েছেন এবং অনেকেই বিস্ময় প্রকাশ করে চিৎকার করেন, ‘আরি মোরি মাইয়া!’। যদিও উটটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানা যায়নি।