বিনোদন

 পুজোয় আসছে দেবের রঘু ডাকাত

নতুন বছর শুরু হতেই দারুণ খবর। টলিপাড়ার বুকে একেই হুলুস্থুল কান্ড কারখানা ফেলে দিয়েছেন দেব। শেষ তিন সপ্তাহ জুড়ে যেভাবে খাদান বক্স অফিসে তোলপাড় ফেলেছে একথা অনেকেই জানেন। তাঁর থেকেও বড় কথা, বাংলা ছবির সাফল্য তাঁর হাত ধরে আবারও ব্যাক করেছে। আর দেব যে বক্স অফিসের রাজার রাজা সেকথা পরিষ্কার। আর বাকি তিন বাংলা ছবি তাঁর ধারে কাছেও ঘেঁষতে পারছে না। যেভাবে দিনের পর দিন দেবের ছবি বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে তাতে একথা অস্বীকার করলে চলবে না, যে অভিনেতার নতুন ছবির হাত ধরে বাংলা কমার্শিয়াল ছবি ইস ব্যাক। এর আগে যদিও বা তিনি প্রধান কিংবা প্রজাপতি এবং টনিকের মত ছবি উপহার দিয়েছেন। কিন্তু, না এবার যখন তুলনা আসছিল গ্লোবাল ছবির, তখন যে দেবের খাদানের মত ছবি না হলে চলছিল না। তবে, একবার কমার্শিয়াল ছবি করেই এবার দেব মজেছেন নতুন রূপে। তাঁর বহু প্রতীক্ষিত ছবি আসতে চলেছে সিলভার স্ক্রিনে। অভিনেতা ফিরছেন নতুন উদ্যমে এবং নতুন ভাবে। দীর্ঘদিন যে ছবির অপেক্ষায় সকলে বসে ছিলেন, বছরের শুরুতেই সেই ছবির ঘোষণা করেছেন অভিনেতা। দেবের হাত ধরে নতুন কিছু আসছে এবং সেটা অবশ্যই ইতিহাসের পাতা থেকে চর্চিত একটি কাহিনী। বিনোদিনীর পর দেব ভেনচার্স এবং সঙ্গে SVF তাঁদের নতুন ছবি ‘রঘু ডাকাত’। দেবের এই ছবি নিয়ে বহুদিন ধরেই আলোচনা হয়। মাঝপথে অনেকেই আশা হারিয়েছিলেন যে হয়তো বা তাঁকে দেখা যাবে না রঘু ডাকাতের ভূমিকায়। কিন্তু, না! নিজের ভক্তদের কী করে চাঙ্গা করতে হয় সেকথা দেব জানেন। অভিনেতাকে বছরের প্রথম দিনেই ছবির ফার্স্ট লুক শেয়ার করতে দেখা গেল। দৃঢ় চোখ, আগুনসুলভ দৃষ্টি, সঙ্গে অবশ্যই কপালে তিলক। মুখ ঢেকে দেব জানান দিলেন এবার বক্স অফিসের রাজা থেকে তিনি হতে চলেছেন বক্স অফিসের ডাকাত।