আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। রাত থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। এদিন ভোর সাড়ে ৫টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেজেছেন নয়া সাজে। আজ কল্পতরু উৎসব। কথিত রয়েছে, আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণদেবের অনুরাগী-শিষ্যরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। কল্পতরু উৎসব বিভিন্ন জায়গায় পালন করা হয়। তবে মূলত কাশীপুর উদ্যানবাটীতেই এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে তাকে। এদিন ভোর থেকেই কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের ঢল। এখানেই শ্রীরামকৃষ্ণদেব জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন। এদিকে আজ কল্পতরু উৎসবের দিনে সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দিরও। নতুন সাজে সাজানো হয়েছে মা ভবতারিণীকে। নতুন বেনারসি, গয়নায় সাজানো হয়েছে মাকে। এরাজ্য তো বটেই এমনকী আজকের এই বিশেষ দিনে ভিনরাজ্য থেকেও ভক্তরা পুজো দিতে এসেছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। ভক্তদের বিপুল ভিড় নিয়ন্ত্রণে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটোসাঁটো করা হয়েছে। চলছে মাইকিং। এদিন বিশেষ মঙ্গলারতি হবে কাশীপুর উদ্যানবাটিতে। দিনভর চলবে পুজোপাঠ। একই সঙ্গে পুণ্যার্থীদের ঢল নেমেছে বেলুড়, কালীঘাট, তারাপীঠেও।