প্রয়াত অরুণ রায়। নতুন বছরেই নক্ষত্রপতন টলিউডের আকাশে। বাঘাযতীন করার সময়েই তাঁর ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। বিগত কয়েকদিন ভর্তি ছিলেন আরজি করে। ২ তারিখ বৃহস্পতিবার ভোররারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বুধবার রাতেই হাসপাতাল থেকে খবর এসেছিল, শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে তাঁর। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে পরিচালককে। ছিলেন আইসিইউ-তে। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু মারণরোগ ক্যানসার তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারেই কেড়ে নিয়েছে। এর জেরেই গত কয়েকদিনে দ্রুত বিগড়েছে শারীরিক পরিস্থিতি। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। আশা ছিল, সব লড়াই জিতে হাসিমুখে ফিরে আসবেন তিনি। তবে তা আর হল না।