জেলা

ভ্যাকসিনের আকাল, ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ

আজ ভোর থেকে দীর্ঘ লাইন ধূপগুড়ি হাসপাতালে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল আজ। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব। তাই বিক্ষোভ দেখা গেল। সাধারণ মানুষের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহেই তাঁরা আসছেন ভ্যাকসিন নিতে। কিন্তু ভ্যাকসিন না নিয়েই ফিরে যেতে হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, লাইনে দাঁড়ালে হাসপাতালের তরফে ইস্যু করা হচ্ছে নির্দিষ্ট পরিমাপের টোকোন সিলিপ, কিন্তু মিলছে না ভ্যাকসিন। প্রতি সপ্তাহে একদিন শুধু বৃহস্পতিবার করে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিক। আর সেই দিন ৩০০ -৪০০জনকে দেওয়া হয় ভ্যাকসিন, কিন্তু লাইনে প্রায় এক থেকে দেড় হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। যাঁরা ভ্যাকসিন নিতে এসেছেন তাঁদের অভিযোগ, টিকা নেওয়ার সময় হয়ে গিয়েছে এই মেসেজ মোবাইলে এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিতেও বলা হয়েছে। কিন্তু অমিল ভ্যাকসিন। এই অভিযোগে চরম বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। গত সপ্তাহে বৃহস্পতিবার ভ্যাকসিন না পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। আর এবার দ্বিতীয় ডোজ না মেলায় পথ অবরোধ করেন তাঁরা। আর ভ্যাকসিন না পাওয়াতে বিক্ষোভ পরিস্থিতি সামলাতে আসে ধূপগুড়ি থানার পুলিশ।

ফাইল চিত্র।