পুরী থেকে দীঘা ট্রেন পরিষেবা শুরু হচ্ছে আগামী ৬ অগাস্ট থেকে। আর দিঘা থেকে পুরী ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে আগামী ৭ অগাস্ট থেকে । জানা গিয়েছে, পুরী থেকে ট্রেন ছাড়বে শনিবার রাত ৯টা ৫ মিনিটে, দিঘা এসে পৌঁছবে সকাল ৬টা ৩৫ মিনিটে। দিঘা থেকে ট্রেন ছাড়বে শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে। পুরী পৌঁছে যাবে রাত ২ঃ৫৫ মিনিটে। এর পাশাপাশি পুরী থেকে হাওড়া অবধিও ট্রেন চালু হয়ে যাচ্ছে । আগামী ২ অক্টোবর থেকে চালু হচ্ছে এই পরিষেবা। এই ট্রেন পুরী থেকে প্রতিদিন ছাড়বে সকাল ৫টা ৪৫ মিনিটে। হাওড়া এসে পৌঁছবে দুপুর ১টা ৪৫ মিনিটে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে, পুরী ট্রেন পৌঁছে যাবে রাত ৯টা ৫০ মিনিটে। এছাড়াও, যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখেই চালু রাখা হচ্ছে হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রেন চালু রাখার ঘোষণা করা হয়েছে রেলের তরফে। প্রতি সপ্তাহে সোম, শুক্র, শনি ও রবিবার এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। হাওড়া থেকে ০৮০০১ স্পেশাল ট্রেনটি ছাড়বে দুপুর ২টো বেজে ৫৫ মিনিটে। সেটি দিঘা গিয়ে পৌঁছবে বিকেল ৫টা বেজে ৫৫ মিনিটে। উল্টো দিকে দিঘা থেকে হাওড়া আসার ট্রেন ০৮০০২ দিঘা থেকে ছাড়বে সন্ধ্য়ে ৬ টা বেজে ২৫ মিনিটে। সেটি হাওড়া এসে পৌঁছবে রাত ৯ টা বেজে ৪৫ মিনিটে। এই স্পেশাল ট্রেনগুলি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক ও কোনটাই স্টেশনে থামবে। এই ট্রেনটি ছাড়াও হাওড়া যাওয়ার অপর ট্রেনটি রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেনটি ভোর ৬টা বেজে ৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়ে। সেটি দিঘা স্টেশনে পৌঁছয় সকাল সাড়ে ১০টা নাগাদ। এই ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর বেঙ্গল স্টেশনে থামে।