কলকাতা

ভবানীপুরে যদুবাবুর বাজারে প্রচারে গিয়ে দিলীপ-অর্জুনকে ঘিরে বিক্ষোভ, উঠল বহিরাগত ও গো ব্যাক স্লোগান, ‘গলায় পা তুলে দেব’, হুঁশিয়ারি দিলীপে

ভবানীপুরে দিলীপ ঘোষ, অর্জুন সিংয়ের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা। ভবানীপুরে যদুবাবুর বাজারে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় ও তৃণমূলের সমর্থকরা। ‘বহিরাগত, গো ব্যাক’ স্লোগান তুলতে শোনা যায় বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এদিন শেষবেলার প্রচারে আসেন দিলীপ ঘোষরা। সেইসময়ই দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-‌সমর্থকরা। খবর পেয়েই যদুবাবুর বাজারে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দীনেশ ত্রিবেদী। দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল কর্মী-‌সমর্থকরা আমাদের প্রচারে বাধা দেয়। তৃণমূল কর্মীদের আক্রমণে আমাদের এক কর্মীর মাথা ফেটে যায়। আমাকেও ধাক্কা দেওয়া হয়।’‌ এর পাশাপাশি দিলীপ ঘোষ তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানান। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই।’‌  অভিযোগ, দিলীপ ঘোষের প্রচারের সময় তৃণমূলের কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে। দিলীপ ঘোষকেও হেনস্থা করা হয়ে বলে অভিযোগ ওঠে। বিক্ষোভের মুখে পড়েন তিনি। নিরাপত্তীরক্ষীরা কোনওক্রমে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে বিক্ষোভের মুখে প্রচার না করেই ভবানীপুর ছাড়েন দুই নেতা। প্রায় একই ভাবে বাধার মুখে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকেও। বিক্ষোভের মুখে বাধ্য হয়ে প্রচার না করেই এলাকা ছাড়েন তিনিও। ‘বহিরাগত, গো ব্যাক’ স্লোগান তুলতে শোনা যায় বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফে।