রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ হয়নি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। মাঝে দিল্লি গিয়ে মোদীর সঙ্গে বৈঠক করে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু চলতি সপ্তাহে মোদির কাছে সময় চেয়েও পেলেন না দিলীপ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও যোগাযোগ করা হয়নি বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।শুক্রবার সাক্ষাতের সম্ভাবনা খুবই কম। এই পরিস্থিতিতেআগামী সপ্তাহে সেই সুযোগ মিলতে পারে, এমন আশা নিয়েই শুক্রবার কলকাতায় ফিরছেন দিলীপ-সহ রাজ্যের সাংসদরা।