জেলা

দলের শোকজের পর দুঃখপ্রকাশ দিলীপ ঘোষের

ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের কয়েক ২৪ ঘণ্টা পরেই দুঃখপ্রকাশ করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে এই মন্তব্যের জেরে জেপি নাড্ডার নির্দেশে দিলীপকে শোকজ নোটিশ পাঠায় বিজেপি। কার্যত বুধবার সকালেই তাঁর সুর বদল।দুঃখপ্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। তাঁর সম্পর্কে আমার মনে কোনও ক্লেশ নেই, ক্লেদ নেই। মানুষকে বিভ্রান্ত করতে তিনি যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করেছি। আমার ভাষা, শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে। দলও বলেছে। যদি তাই হয় আমি দুঃখিত।”ভোটের আবহে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের জেরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। 

উল্লেখ্য, গতকাল এলাকায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে প্রাতর্ভ্রমণের সময় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করার পাশাপাশি মমতাকেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, ‘‘বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।”